স্থলভাগে ঢুকতেই শক্তি হারালো নিম্নচাপ, রাজ্যে কমলো প্রভাব

বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
cloudw1.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ বর্তমানে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। এটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পেরিয়ে উত্তর ওড়িশা এবং ঝাড়খণ্ডে পৌঁছেছে। এখন ধীরে ধীরে ছত্তিশগড়ের দিকে অগ্রসর হচ্ছে। তবে নিম্নচাপের সঙ্গে যুক্ত মৌসুমী অক্ষরেখা এখনও সক্রিয়, যার ফলে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে দক্ষিণবঙ্গের জন্য যে পূর্বাভাস দেওয়া হয়েছে তা নিম্নরূপ:
শনিবার: পুরুলিয়া, বাঁকুড়া ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি।
রবিবার: নদিয়া ও মুর্শিদাবাদে বিক্ষিপ্ত বৃষ্টিপাত।
সোমবার: নদিয়া ও উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টি।
মঙ্গলবার: কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমানে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ইতিমধ্যেই লাল সতর্কতা জারি।
বুধবার: পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস।
বৃহস্পতিবার: বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা।

Rain

উত্তরবঙ্গের কী পরিস্থিতি? যা জানা যাচ্ছে, উত্তরবঙ্গেও থাকবে বৃষ্টির দাপট। শনিবার: আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টি। রবিবার: দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি। সোমবার থেকে বুধবার: দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে। সমুদ্র উত্তাল থাকবে, তাই গভীর সমুদ্রে যাওয়া নিষেধ। আবহাওয়া দফতরের পরামর্শ অনুযায়ী, পরবর্তী কয়েকদিন সাধারণ মানুষকেও সতর্ক থাকতে বলা হয়েছে, বিশেষ করে নিচু এলাকায় জল জমার সম্ভাবনা বেশি, তাই সেখানে সাবধান থাকতে হবে বাসিন্দাদের।