New Update
/anm-bengali/media/media_files/L6a1E9Lx8LCG0M2cudt9.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃখাস কলকাতায় গেস্ট হাউসের ভিতরে রুমের মধ্যে চলল হত্যাকাণ্ড। যার যেরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আহত যুবতী।
সূত্র মারফত জানা গিয়েছে যে, ত্রিকোণ প্রেমের যেরেই রাস্তার কাঁটা সরাতেই নিশানা করা হয়েছিল যুবতীকে। আগে থেকেই তাই প্ল্যান করে হত্যার ছক কষা হয়েছিল। সেই মতই রেডি ছিল সুইসাইড নোট।
/anm-bengali/media/post_attachments/a95d1d3f089f65173374dd2095e68eb15817f55292a219b4ca61423829b59c34.jpg)
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে যে, নতুন সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন যুবতী। পুরনো সম্পর্ক থেকে বেরিয়ে নতুন প্রেমিককে বিয়ে করতে চেয়েছিলেন তিনি। অন্যদিকে পুরনো প্রেমিক বিয়ের জন্য বার বার চাপ দিচ্ছিলেন। তাই বিয়েতে রাজি না হওয়ার জন্যই যুবতীকে খুনের প্ল্যান করা হয়।
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2024/07/Large-Image-Kolkata-Firing.jpg)
আরও জানা গিয়েছে যে, যুবতীকে গুলি করে নিজেও আত্মঘাতী হন ওই যুবক।
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us