/anm-bengali/media/media_files/geBApClxUttsjjM6EZ26.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ সোমবার অর্থাৎ আজ পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, "জুনিয়র ডাক্তাররা দক্ষ, তারা বুদ্ধিমান, তারা তাদের সিদ্ধান্ত নেওয়ার জন্য যথেষ্ট। স্বাস্থ্য প্রশাসনের উন্নতির দাবি তাঁদের। বিজেপির নৈতিক সমর্থন তাঁদের সঙ্গে থাকলেও তাঁদের সঙ্গে বিজেপির দাবির কোনও সমন্বয় নেই। রাজ্যে যা চলছে- নিয়োগ কেলেঙ্কারি, শিক্ষা কেলেঙ্কারি, খাদ্য কেলেঙ্কারি; রাজ্যে আইনশৃঙ্খলা নেই, মমতার পদত্যাগ করা উচিত। একটাই দাবি মমতার পদত্যাগ করা উচিত।"
#WATCH | LoP in West Bengal Assembly Suvendu Adhikari says, "Junior doctors are efficient, they are intelligent, they are enough to take their decision. They demand to improve the health administration. BJP's moral support is with them but there is no coordination between their… pic.twitter.com/LoKZ2x2Yci
— ANI (@ANI) September 16, 2024
প্রসঙ্গত, আজ জুনিয়র ডাক্তারদের সঙ্গে প্রায় ২ ঘণ্টা ধরে চলেছে বৈঠক। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে আসছে বাস। সেখান থেকেই বাসে উঠে বেরিয়ে যাবেন জুনিয়র ডাক্তাররা। ৫টি দাবি নিয়ে আলোচনা হয়েছে। এমনকি এই বৈঠক ইতিবাচক বৈঠক হয়েছে বলে খবর। জানা গিয়েছে, হাসপাতালের পরিকাঠামো নিয়ে যে যে দাবি তোলেন জুনিয়র ডাক্তাররা, সেটা মেনে নিয়েছে রাজ্য সরকার। সুরক্ষার বিষয়েও আশ্বাস দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক শেষ হয়েছে। সূত্রে খবর, বৈঠকের কার্যবিবরণী লেখার কাজ চলছে। সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ পর সাংবাদিক বৈঠক করতে পারেন। তারপর হয়তো জুনিয়র ডাক্তাররাও বেরিয়ে তাঁর সঙ্গে একত্রিত হয়ে সাংবাদিক বৈঠক করতে পারেন। ইতিমধ্যেই কালীঘাট চত্বরে ভিড় করেছেন অগুনতি সাধারণ মানুষ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us