''আঙুল তোলার আগে বিজেপির কাজগুলো ভালো করে দেখুন''

রাজ্যকে খোঁচা দিতেই ময়দানে নামলেন শশী পাঁজা। পাল্টা দিলেন সুকান্ত মজুমদারকে।

author-image
Pallabi Sanyal
New Update
১১১১১১

ফাইল ছবি


নিজস্ব সংবাদদাতা : বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিট খোঁচার পর এবার পাল্টা দিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজার। সুকান্তকে ট্যাগ করে তিনি লেখেন, ''ভন্ডামির কোন সীমা নেই! আপনার সুপ্রিমো তার প্রতারক উদ্যোক্তা বন্ধুদের পক্ষে ব্যাংক, শিক্ষা এবং শিল্পের বেসরকারীকরণের প্রশ্নগুলির উত্তর কী দেবেন?
অন্যের দিকে আঙুল তোলার আগে বিজেপির কাজগুলো ভালো করে দেখুন।''
প্রসঙ্গত, সুকান্ত মজুমদার এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, '' তৃণমূল সরকার রাজ্যের প্রশাসনিক কাঠামো ভেঙে ফেলার একমাত্র দায়িত্ব নিয়েছে।মেডিকেল কাউন্সেলিং, সফল NEET (জাতীয়) প্রার্থীদের জন্য ব্যবস্থা করা হয়েছে  বিভিন্ন TMC পৃষ্ঠপোষকদের দ্বারা সমর্থিত বেসরকারি মেডিকেল কলেজগুলির জন্য।''

hiring.jpg