SIR করার আগে লোকসভা নির্বাচনকে অবৈধ ঘোষণা করতে হবে, দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কেন্দ্রের বিরুদ্ধে ফের একবার হুঁশিয়ারি ছুঁড়ে দিলেন অভিষেক।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Large-img-Abhishek-Banerjee

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: আজ দিল্লি উড়ে গেলেন তৃণমূলের ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে SIR নিয়ে তৃণমূলের প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন তিনি। পরবর্তী পদক্ষেপ কি তাই বাতলে দেবেন দলের সেকেন্ড ইন কম্যান্ড। আর সেখানে যাওয়ার আগে কেন্দ্রের বিরুদ্ধে ফের একবার হুঁশিয়ারি ছুঁড়ে দিলেন অভিষেক।

এদিন বিমানবন্দরে দাঁড়িয়ে অভিষেক বলেন, “দিল্লি পুলিশ অতিসক্রিয়তা দেখিয়েছে। মহিলা সাংসদদের চুলের মুঠি ধরে হেনস্থা করা হয়েছে। এসসি-এসটি জনপ্রতিনিধিদের হেনস্থা করা হয়েছে। তবে কাল যেটা দেখেছেন সেটা সবে শুরু। এরকম প্রতিবাদ এবার রোজ চলবে। কমিশনের কাছে এর কোনও জবাব নেই। বাংলায় একজনের ভোটাধিকার কাড়লে কমিশন ঘেরাও হবে। ১ লক্ষ মানুষ নিয়ে গিয়ে কমিশন ঘেরাও হবে”।

mahua moitraaa

এরপরই বিজেপিকে SIR শুরু করার পথও দেখিয়ে দেন তিনি। অভিষেকের কথায়, “বিজেপি শুরু করুক, আমরাও একে একে করবো। যদি ভুয়ো ভোটার আছে, তাহলে আগে লোকসভা ফেলে দেখাক কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের সকল মন্ত্রীরা পদত্যাগ করুক। আমরাও সাংসদ পদ থেকে পদত্যাগ করবো। তারপর হোক SIR। গোটা দেশজুড়ে হোক SIR, মেনে নেবো। কিন্তু এটা শুনবো না, গুজরাটে ভোটার তালিকা ঠিক আছে, ওখানে SIR লাগবে না। কিংবা উত্তরপ্রদেশে SIR করতে হবে না। কিন্তু, বাংলা, বিহার, ঝাড়খণ্ডে লাগবে। সেখানেই সব ভুয়ো ভোটার রয়েছে। এই সব মানবো না। SIR করতে হলে সম্পূর্ণ লোকসভা নির্বাচনকে অবৈধ ঘোষণা করতে হবে কেন্দ্রকে। তা করে দেখাক, আমরা সকলে মিলে SIR-কে সমর্থন জানাবো”।