Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
নিজস্ব সংবাদদাতা: ভোটের কয়েকদিন আগেই শিরোনামে উঠে আসে মুখ্যমন্ত্রীর ভাই বাবুন বন্দ্যোপাধ্যয়কে নিয়ে তাঁর ক্ষোভ। এবার লোকসভা নির্বাচনে ভোট দিতে ব্যর্থ বাবুন তথা স্বপন বন্দ্যোপাধ্যায়। হাওড়া লোকসভা কেন্দ্রের ভোটার হওয়ার পরেও কেন এমন হল তাঁর মাথায় ঢুকছে না। ভোটার তালিকায় তাঁর নামের ওপর লেখা ‘ডিলিটেড’।
২০২২ সাল থেকে এই কেন্দ্রের ভোটার তালিকায় যুক্ত হয় তাঁর নাম। তবুও ভোট দিতে না পেরে মর্মাহত হয়ে পড়েন বাবুন।
/anm-bengali/media/post_attachments/1137746a570ca25f1b049e31cabb497bc21c293d3a9c7b2d1ec8d0313c5de2b5.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us