Probha Rani Das
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/378ptWZZQFrXGFk6de2E.webp)
নিজস্ব সংবাদদাতাঃশনিবার ঘোষণা করা হল লোকসভা নির্বাচনের দিনক্ষণ।বাংলায় সাত দফায় ভোট হতে চলেছে।কিন্তু প্রশ্ন উঠছে কলকাতায় কবে ভোট হতে চলেছে? সে তথ্যও জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। জানা গিয়েছে, দক্ষিণ কলকাতা এবং উত্তর কলকাতায় সপ্তম দফায় অর্থাৎ ১ জুন ভোট হতে চলেছে। উত্তর এবং দক্ষিণ কলকাতা ছাড়াও এদিন দমদম,বসিরহাট, বারাসত,যাদবপুর,জয়নগর,ডায়মন্ড হারবার এবং মথুরাপুরে ভোট হবে। ৭ দফায় ৫৪৩ টি আসনে লোকসভা নির্বাচন হতে চলেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us