/anm-bengali/media/media_files/2025/09/02/screenshot-2025-09-02-14-pm-2025-09-02-22-10-27.png)
নিজস্ব সংবাদদাতা: মহাগঠবন্ধনের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর প্রয়াত মাকে নিয়ে কটূক্তির ঘটনায় বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় তীব্র প্রতিক্রিয়া জানালেন। তিনি বলেন, এই ধরনের মন্তব্য অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়।
লকেট চট্টোপাধ্যায়ের বক্তব্য, “শেষ ১০ বছর ধরে INDI জোটের নেতারা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে অশ্রাব্য ভাষা ব্যবহার করেছেন। কিন্তু এখন যারা আর এই পৃথিবীতে নেই, তাদের অন্তত ছেড়ে দিন। প্রয়াতদের প্রতি সম্মান থাকা উচিত।”
/anm-bengali/media/post_attachments/ceda0046-bb6.png)
তিনি আরও যোগ করেন, “মমতা বন্দ্যোপাধ্যায়সহ দেশের সব মহিলা মুখ্যমন্ত্রীদের এই বিষয়ে মুখ খোলা উচিত। কিন্তু তিনি যেহেতু INDI জোটে আছেন এবং ভোটের প্রয়োজন, তাই কিছু বলছেন না। যদি প্রধানমন্ত্রীর মাকেও সম্মান দেওয়া না হয়, তাহলে বাংলার সাধারণ মহিলারা কী সম্মান পাবেন, তা ভেবে দেখুন।”
রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে, লোকেট চট্টোপাধ্যায়ের এই মন্তব্য বিজেপির তরফে একদিকে মহাগঠবন্ধনের বিরোধিতা আরও জোরদার করবে, অন্যদিকে বাংলার রাজনীতিতে নারী নিরাপত্তা ও মর্যাদার প্রশ্নকে নতুনভাবে সামনে নিয়ে আসবে।
#WATCH | Kolkata, West Bengal: On PM Modi's statement on derogatory remarks against him and his late mother at a Mahagathbandhan event, BJP leader Locket Chatterjee says, "It is very sad. For the last 10 years, the people of the INDI alliance have been using abusive language… pic.twitter.com/8e5Ryo4MTA
— ANI (@ANI) September 2, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us