নিজস্ব সংবাদদাতা: সোশ্যাল মিডিয়ায় ফের এক মহিলাকে নির্মমভাবে মারধরের ভিডিও ভাইরাল হয়েছে। এতে তৃণমূল আশ্রিত গুন্ডাদের উপরে অভিযোগ উঠেছে। একের পর এক বিরোধী নেতা বা নেত্রী তুলছেন আঙুল।
/anm-bengali/media/media_files/2GnZeajSrf2S7aUtEAcm.jpg)
এবার পোস্ট করলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তিনি লেখেন, "তালতলা ক্লাব, কামারহাটির এই ভিডিওটি এগিয়ে বাংলা- এর একটি উজ্জ্বল উদাহরণ। ওহ লাভলী মদন মিত্রর ঘনিষ্ঠ সহযোগী জয়ন্ত সিং দ্বারা একজন মহিলাকে নির্মমভাবে মারধর করা হয়েছে। কারণটা তারাই সবচেয়ে ভালো জানবে"।