রামনবমীতে অশান্তির তদন্ত করবে এনআইএ! খুশির হাওয়া পদ্ম শিবিরে

রামনবমীতে অশান্তির ঘটনার তদন্ত করবে এনআইএ। খুশির হাওয়া পদ্ম শিবিরে। বাংলবা প্রশাসনের ওপর আস্থা নেই বলে সুর চড়ালেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
LOCKET NIA

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : রামনবমীর (Ramnavami)মিছিলকে কেন্দ্র করে অশান্তির ঘটনার তদন্তভার এখন এনআইএর (NIA) ওপর। হাইকোর্টের (Kolkata HC) সিদ্ধান্তে খুশির হাওয়া গেরুয়া শিবিরে। এ প্রসঙ্গে বিজেপি (BJP) সাংসদ লকেট চট্টোপাধ্যায়  (Locket Chatterjee) বলেন, ''হিন্দুদের মিছিলে পাথর নিক্ষেপ ও হামলার ঘটনার কোনো তদন্ত নেই। বাংলা প্রশাসনের প্রতি আমাদের আস্থা নেই। আমরা এনআইএ তদন্ত চেয়েছিলাম।  আমরা খুশি যে মামলাটি এনআইএ-কে হস্তান্তর করা হয়েছে।''