TMC-র হিন্দু বিরোধী বাহিনী, মারধর! আরেকটা সন্দেশখালি! প্রমাণ দিলেন BJP নেত্রী

তৃণমূলের হিন্দু বিরোধী বাহিনী নিয়ে আক্রমণ করলেন হুগলির বিজেপি নেত্রী। গর্জে উঠলেন অত্যাচারের বিরুদ্ধে। পোস্ট করলেন ভিডিও।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
locket mamata.jpg

নিজস্ব সংবাদদাতা: সন্দেশখালি নিয়ে এমনিতেই উত্তপ্ত হয়ে রয়েছে বাংলার রাজনীতি। এবার আবার হিন্দুত্ব নিয়ে তৃণমূল সরকারের আক্রমণ করলেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়।

mamata locket.jpg

X হ্যান্ডেলে লকেট চট্টোপাধ্যায় লেখেন, 'চুঁচুড়া বিধানসভার ১৫ নম্ব্যর ওয়ার্ডে গতকাল তৃণমূলের হিন্দু বিরোধী বাহিনীরা এসে ভগবান শিবের পুজোতে বাধা সৃষ্টি করে, পূজা চলাকালীন মারধর করে এলাকার মহিলাদের। সন্দেশখালি হোক কিংবা চুঁচুড়া, সর্বত্র একই ছবি! বেছে বেছে হিন্দুদের উৎসবকে আক্রমণ এবং মহিলাদের উপর নির্যাতন করার চিত্র পশ্চিমবঙ্গ জুড়ে ছড়িয়ে পড়ছে।  আজ এর প্রতিবাদে রবীন্দ্রনগরে বিজেপির কর্মীদের সঙ্গে বিক্ষোভে সামিল হয়েছি। মানুষ এই নির্বাচনের আপনার অত্যাচারের জবাব দেবে মমতা ব্যানার্জী'। 

LOCKET.jpg

Add 1

স

স্ব

Addd 3