/anm-bengali/media/media_files/05EBYLsg0czghjCsAqY2.jpg)
নিজস্ব সংবাদদাতা: সুপারিনটেনডেন্টের অফিসে ঢুকে প্রিন্সিপাল ডঃ মানস ব্যানার্জির সাথে সন্দীপ ঘোষের দেহরক্ষীর আচরণের ভিডিও ভাইরাল। এই নিয়ে পোস্ট করলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়।
/anm-bengali/media/media_files/WDQDO8uinjRGBicbGT8q.jpg)
নেত্রী লেখেন, 'সন্দীপ ঘোষের দেহরক্ষীকে নাকি স্বয়ং মাননীয়া পাঠিয়েছেন ..... দেহরক্ষী নিজেই বলছেন'
/anm-bengali/media/media_files/juvNlVG4ZCSbQDlduDgY.webp)
'সন্দীপ ঘোষের এই ব্যক্তিগত দেহরক্ষীর সাহস দেখুন।। দেহরক্ষীর নাম আফসার আলী খান, বেলগাছিয়া থেকে সিন্ডিকেটের সৌজন্যে রাতারাতি একটি নতুন ক্যান্টিন চালাচ্ছে।। সিন্ডিকেট থেকে এত টাকা উপার্জন করেছে যে তিনি ৪০ লক্ষ টাকা মূল্যের গাড়ি চালিয়ে আর জি করে আসে।। সুপারিনটেনডেন্টের অফিসে ঢুকে আর জি করের বর্তমান প্রিন্সিপাল ডঃ মানস ব্যানার্জির সাথে মাননীয়ার নাম নিয়ে কিভাবে কথা বলছে দেখুন.......'
সন্দীপ ঘোষের দেহরক্ষীকে নাকি স্বয়ং মাননীয়া পাঠিয়েছেন ..... দেহরক্ষী নিজেই বলছেন
— Locket Chatterjee (@me_locket) August 27, 2024
সন্দীপ ঘোষের এই ব্যক্তিগত দেহরক্ষীর সাহস দেখুন।। দেহরক্ষীর নাম আফসার আলী খান, বেলগাছিয়া থেকে সিন্ডিকেটের সৌজন্যে রাতারাতি একটি নতুন ক্যান্টিন চালাচ্ছে।। সিন্ডিকেট থেকে এত টাকা উপার্জন করেছে যে… pic.twitter.com/GesgqfLylt
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us