/anm-bengali/media/media_files/2GnZeajSrf2S7aUtEAcm.jpg)
নিজস্ব সংবাদদাতা : বিহার নির্বাচনের ফল বেরোতে না বেরোতেই ফের বাংলায় দেখা গেল রাজনৈতিক উত্তেজনা। আজ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ করলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেন,''বিজেপি বিহার নির্বাচন জিতেছে, আর সেই কারণেই বাংলায় হতাশ তৃণমূল কর্মীরা বিজেপি কর্মীদের উপর আক্রমণ করছে। আমাদের দলের একজন কর্মীকে ডায়মন্ড হারবারে আক্রমণ করা হয়েছে। যেখানে খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ।"
/filters:format(webp)/anm-bengali/media/media_files/dcKIiAywt9guHEWzZTWC.jpg)
এরপর তিনি বলেন,''বিহারের পর বাংলায় নির্বাচন। এখন বাংলার মানুষ পরিবর্তন, উন্নয়ন ও বৃদ্ধি খুঁজছে। বিহার নির্বাচনের পর তৃণমূলের লোকেরা ভীত হয়ে পড়েছে এবং এ ধরনের আক্রমণ চালাচ্ছে।"
#WATCH | Kolkata, West Bengal: BJP alleges TMC violence amid post-Bihar election tensions. BJP leader Locket Chatterjee says, "... BJP has won the Bihar election, and that is why frustrated TMC workers in Bengal are attacking BJP workers. One of our party workers from Diamond… pic.twitter.com/XBZTwDDvql
— ANI (@ANI) November 15, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us