নিজস্ব সংবাদদাতা : স্বাধীন ভারতের স্থপতি সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আজ সারা দেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় একতা দিবস। এই বিশেষ দিনটি উপলক্ষ্যে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি দেশপ্রেম ও ঐক্যের বার্তা দিতে 'রান ফর ইউনিটি' (Run for Unity) কর্মসূচির আয়োজন করে। আর আজ এই অনুষ্ঠানে যোগ দিয়ে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় দেশের ঐক্যের ওপর জোর দেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/18/20250704110f-e392d6ec-cb77-401b-9481-d1f194dfacf0-2025-07-18-16-53-23.jpg)
তিনি বলেন,''প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে আমরা ভারতের ঐক্যের জন্য এই কর্মসূচিতে অংশ নিয়েছি।"
লৌহ মানবের জন্মবার্ষিকীতে বিজেপির 'রান ফর ইউনিটি' ! ঐক্যের বার্তা লকেট চট্টোপাধ্যায়ের
কি বার্তা দিলেন লকেট চট্টোপাধ্যায় ?
নিজস্ব সংবাদদাতা : স্বাধীন ভারতের স্থপতি সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আজ সারা দেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় একতা দিবস। এই বিশেষ দিনটি উপলক্ষ্যে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি দেশপ্রেম ও ঐক্যের বার্তা দিতে 'রান ফর ইউনিটি' (Run for Unity) কর্মসূচির আয়োজন করে। আর আজ এই অনুষ্ঠানে যোগ দিয়ে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় দেশের ঐক্যের ওপর জোর দেন।
তিনি বলেন,''প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে আমরা ভারতের ঐক্যের জন্য এই কর্মসূচিতে অংশ নিয়েছি।"