নিজস্ব সংবাদদাতা : দুর্গাপুর গণধর্ষণ কান্ডকে কেন্দ্র করে এবার এক বড় আশঙ্কার কথা শোনালেন বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি। তিনি বলেন,''আপনারা সবাই দেখেছেন যে আর জি কর কলেজ ও হাসপাতালের ধর্ষণ ও হত্যা কাণ্ড নিয়ে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছিল, কিন্তু কিছুই হয়নি। এরপরে তা সিবিআই (CBI)-এর হাতেও তুলে দেওয়া হয়েছিল। কিন্তু প্রমাণ ছাড়া সিবিআই (CBI) আর কী করতে পারে ?"
/filters:format(webp)/anm-bengali/media/media_files/lhOCS1JaJLP7XIsc5sXB.jpg)
এরপর তিনি আরও বলেন,''এরমধ্যে যদি আবার নতুন কোনও ঘটনা ঘটে, তবে অপরাধীরা আবার ছাড়া পেয়ে যাবে। তারপর জনগণও ভুলে যাবে।"
RG করের মতো না এই ঘটনাও ধামাচাপা পড়ে যায় ! কেন আশঙ্কা প্রকাশ করলেন লকেট চ্যাটার্জি ?
কি বললেন লকেট চ্যাটার্জি ?
নিজস্ব সংবাদদাতা : দুর্গাপুর গণধর্ষণ কান্ডকে কেন্দ্র করে এবার এক বড় আশঙ্কার কথা শোনালেন বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি। তিনি বলেন,''আপনারা সবাই দেখেছেন যে আর জি কর কলেজ ও হাসপাতালের ধর্ষণ ও হত্যা কাণ্ড নিয়ে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছিল, কিন্তু কিছুই হয়নি। এরপরে তা সিবিআই (CBI)-এর হাতেও তুলে দেওয়া হয়েছিল। কিন্তু প্রমাণ ছাড়া সিবিআই (CBI) আর কী করতে পারে ?"
এরপর তিনি আরও বলেন,''এরমধ্যে যদি আবার নতুন কোনও ঘটনা ঘটে, তবে অপরাধীরা আবার ছাড়া পেয়ে যাবে। তারপর জনগণও ভুলে যাবে।"