সন্দেশখালি কাণ্ড, NIA তদন্ত এবার সময়ের অপেক্ষা

'তৃণমূল ইডির তদন্ত প্রক্রিয়াকে দমন করার চেষ্টা করছে'।

New Update
mxla.png

File Picture

নিজস্ব সংবাদদাতা: সন্দেশখালিতে ইডির আধিকারিকদের ওপর হামলা, যা কিছুতেই মেনে নিতে পারছে না গেরুয়া শিবির। বারবার প্রসঙ্গে উঠে আসছে বিষয়টি। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রকেও জমা পড়েছে অভিযোগ।

এবার সেই প্রসঙ্গে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, “এটি বাংলার জন্য একটি অন্ধকার দিন ছিল। কোনও তদন্তকারী সংস্থাকে আক্রমণ করা দেশের গণতন্ত্রের জন্য বিপজ্জনক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি দেখছেন। তৃণমূল এই ইডির তদন্ত প্রক্রিয়াকে দমন করার চেষ্টা করছে। তবে তা আমরা হতে দেব না। লোকসভা নির্বাচন আসছে, মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গাদের জন্য জাল ভোটার আইডি কার্ড তৈরি করছেন। তাই তাঁদের এই ঔদ্ধ্বত্য। আমরা ইডি এবং তাদের পরিবারের পাশে আছি। এনআইএ তদন্ত হওয়া সত্যিই উচিত এবং অভিযুক্তদের শাস্তি দেওয়া উচিত”।

 

hiren