তুমুল বজ্রাঘাত, সকাল থেকে শহর কলকাতা কাঁপালো বিদ্যুতের ঝলকানি ও তার গর্জন

ঘন ঘন বজ্রাঘাতের জন্যে আতঙ্কও দেখা যায় মানুষের মধ্যে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
lightning in kolkata

File Picture

নিজস্ব সংবাদদাতা: পুজোর আগে দক্ষিণবঙ্গে ফের ভ্রুকুটি বর্ষার। শনিবার থেকেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি নেমেছে একাধিক জেলায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, মহালয়ার আগের দিন থেকেই দুর্যোগ শুরু হল এবার। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।

বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে, যার জেরেই বাড়ছে বর্ষণ। আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন বেলা বাড়তেই তার প্রমাণ মেলে। মুহুর্মুহু পড়তে থাকে বাজ। একসময় ঘন ঘন বজ্রাঘাতের জন্যে আতঙ্কও দেখা যায় মানুষের মধ্যে। আজ বহু জায়গাতেই বাজ পড়ার দরুন বিদ্যুতের খুঁটিতে আগুন লেগে যায়। যার জেরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় ওই এলাকাগুলিতে। 

,

যা জানা যাচ্ছে, রবিবার নদিয়া, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার ও মঙ্গলবার: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, জারি রয়েছে হলুদ সতর্কতা।