New Update
/anm-bengali/media/media_files/zSCo46g8eTW65ftt9RzU.jpeg)
দূর্গা পুজো আর মাত্র কয়েকটা দিন পর । বাতাসে বয়ে চলেছে শিউলি ফুলের গন্ধ । ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় প্যান্ডেল তৈরির কাজ শুরু হয়েগেছে । এবার বরিশা সার্বজনীন দূর্গা উৎসব কমিটি ৭৫ তম বর্ষে পদার্পণ করেছে । তাদের থিম এবার কি তা এখনও জানা যায়নি তবে এবার তাদের আলোক সজ্জায় নাকি উত্তর বঙ্গের প্রাকৃতিক সম্পদকে ঘিরে রাখার মধ্য দিয়েই আলোকসজ্জার কাজ । তাদের পুজো বাজেট এবছর প্রায় ৩০ থেকে ৫০ লক্ষ টাকার মতো । এবং তাদের প্রতিমা শিল্পীর নাম অলোক সেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us