নিজস্ব সংবাদদাতাঃ আজ ৬ সেপ্টেম্বর, শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রী সেলসিয়াস এবং দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রী সেলসিয়াস। আজ ৩৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা থাকলেও, ৪০ ডিগ্রী সেলসিয়াসের মত গরম অনুভূত হতে পারে সারাদিন। এ ক্ষেত্রে বলা বাহুল্য যে, বেশ কিছুদিনের টানা বর্ষণ কমে গিয়ে গরমের মাত্রা তীব্রতর হয়েছে।
তবে আবহাওয়াবিদরা আরও জানিয়েছেন যে, আজ জেলার কোথাও কোথাও বেলা বাড়ার সাথে সাথে ২ মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎসহ বৃৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়াবিদরা আরও জানিয়েছেন যে, আজ বুধবারের পর থেকেই দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন ঘটবে। আবহাওয়াবিদরা আরও জানিয়েছেন যে, তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে, ২৮ ডিগ্রি থেকে ৩৪ ডিগ্রির মধ্যে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন যে, আজকে বাতাসে গতিবেগের পরিমাণ আছে প্রতি ঘণ্টায় ১০ কিলোমিটার। আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে ৭৯ শতাংশ। আজ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ২৭ ডিগ্রী সেলসিয়াস। এছাড়াও, আজ সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপের পরিমাণ আছে ১০০৪.৪ মেগাবাইট। আজ বাতাসে দৃশ্যমানতার পরিমাণ হল ৪.৫১ কিলোমিটার। আজ সূর্যের অতিবেগুনি রশ্মির পরিমাণ স্বাভাবিক রয়েছে।
আজ সকালে সূর্যোদয় হয়েছে ভোর ৫টা বেজে ২০ মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকেল ৫টা বেজে ৪৮ মিনিটে। এ ক্ষেত্রে উল্লেখ্য যে, চলতি সপ্তাহটিতে অমাবস্যার তিথি চলছে। তাই আজ আকাশে চন্দ্রোদয় হয়েছে ভোর ৭ টা বেজে ৪৬ মিনিটে এবং চাঁদের দৃশ্যমানতা ক্রমশ ফিকে হয়ে যাবে সন্ধ্যে ৭ টা বেজে ৩৫ মিনিটে।
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, গতকাল ৫ই সেপ্টেম্বর বৃহস্পতিবার, দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রী সেলসিয়াস। গতকাল বৃষ্টি হয়েছে সামান্য মাত্র ০.২ মিলিমিটার।
আবহাওয়াবিদরা আরও জানিয়েছেন যে, আজ শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বর্ষণ হতে পারে হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ। তবে শুধু দক্ষিণবঙ্গেই নয়, জানা গিয়েছে যে, উত্তরবঙ্গেও প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। আগামী ২৪ ঘণ্টা বাংলার আকাশ প্রধানত মেঘলা থাকবে। এছাড়াও, বজ্রবিদ্যুৎসহ বৃৃষ্টিপাতের পূর্বাভাসও রয়েছে দক্ষিণবঙ্গে। তবে শনিবার উত্তরের কোনও জেলাতেই সেভাবে ভারী বর্ষণের পূর্বাভাস নেই।
আবহাওয়া সম্পর্কে আরও জানতে ক্লিক করুন।