/anm-bengali/media/media_files/ONc2FYbzFQXwlhwlMirM.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আরপিএফের (RPF) মহিলা কনস্টেবলের তৎপরতায় মৃত্যুর মুখ থেকে ফিরলেন এক মহিলা যাত্রী। 'মিশন জীবন রক্ষা'র অধীনে বর্তমানে শিয়ালদহ মেইনে নিয়োজিত ১৬ তম ব্যাটালিয়নের (মহিলা ব্যাটালিয়ন) আরপিএফের লেডি কনস্টেবল মিনতি সাহার দ্রুত পদক্ষেপের ফলে এক মহিলা যাত্রীর জীবন রক্ষা পেয়েছে।
শিয়ালদহের ১৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে তিস্তা তোর্সা এক্সপ্রেস ট্রেনটি ১৪.৪৫ মিনিটে ছেড়ে যাচ্ছিল। সেই সময়ে এক মহিলা চলতি ট্রেনে ওঠার চেষ্টা করেন। তবে চলতি ট্রেনে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ওই মহিলা যাত্রীটি। রেলের তরফে শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, ওই মহিলা ট্রেন এবং প্ল্যাটফর্মের মাঝের অংশে পড়ে যাচ্ছিলেন। তবে তৎক্ষণাৎ মহিলা কনস্টেবল মিনতি সাহা বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে ওই মহিলাকে বাঁচিয়ে নেন। মিনতি সাহার সঙ্গে ছিলেন পুরুষ কনস্টেবল রাম আওয়াধ যাদব এবং শিয়ালদহের আরপিএফের লেডি কনস্টেবল সেলেনা খাতুন।
/anm-bengali/media/media_files/ppJbN0MpngQhyOHI0PrR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us