ভগ্নপ্রায় কাঠের পুল দিয়েই চলছে ঝুঁকিপূর্ণ যাতায়াত
কবে মিলবে ভ্যাপসা গরম থেকে মুক্তি ? দেখে নিন আবহাওয়ার রিপোর্ট
কেমন যাবে কুম্ভ ও মীন রাশির জাতকদের আজকের দিনটি ? কি বলছে আজকের রাশিফল ?
কেমন যাবে ধনু ও মকর রাশির জাতকদের আজকের দিনটি ? কি বলছে আজকের রাশিফল ?
কেমন যাবে তুলা ও বৃশ্চিক রাশির জাতকদের আজকের দিনটি ? কি বলছে আজকের রাশিফল ?
কেমন যাবে সিংহ ও কন্যা রাশির জাতকদের আজকের দিনটি ? কি বলছে আজকের রাশিফল ?
কেমন যাবে মিথুন ও কর্কট রাশির জাতকদের আজকের দিনটি ? কি বলছে আজকের রাশিফল ?
কেমন যাবে মেষ ও বৃষ রাশির জাতকদের আজকের দিনটি ? কি বলছে আজকের রাশিফল ?
ধাক্কা লেগে পড়ে গিয়েছিল খাবার ! লোহার রড দিয়ে মেরে সহকর্মীকে খুন করে দিল ১৯ বছরের তরুণ

ধর্মতলা চলো, যাবো না! কী করবেন?- "পিসিকে ওপেন চ্যালেঞ্জ"

কি বলা হল মমতা ব্যানার্জিকে?

author-image
Aniket
New Update
Mamata Banerjee

File Picture

নিজস্ব সংবাদদাতা: আজ ২১ জুলাই, বাংলার জনদরদী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকের দিনে তৃণমূলের নেতা ও কর্মীদের একত্র করে ১৩ জন শহীদের উদ্দেশ্যে একত্রিত হন। আজই তিনি তৃণমূলের নেতা ও কর্মীদের বাংলার আসন্ন মহারণের কৌশল ঠিক করে দেবেন বলেই মনে করা হচ্ছে, কারণ ২০২৬ এর ভোটের আগে এটিই সম্ভবত তৃণমূলের শেষ ২১ জুলাই। সর্বোপরি এই দিনটি তৃণমূলের জন্য এক অত্যন্ত আবেগঘন দিন।

তবে আজকের দিনটিও নিয়ে বিরোধীদের কটাক্ষের সুর দেখা গিয়েছে। তৃণমূল বিরোধী নেতা অনুপম হাজরা এই দিন নিয়ে একটি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে ধর্মতলা চলোর ডাকের পোস্টারের নিচে কেউ বা কারা আলাদা একটি হাতে লেখা ব্যানার রেখেছে। যেখানে লেখা রয়েছে, "যাবো না! কী করবেন?" তার প্রেক্ষিতে অনুপম হাজরা বলেছেন, "পিসিকে ওপেন চ্যালেঞ্জ"। যার দ্বারা স্পষ্টতই বোঝা যাচ্ছে কটাক্ষ করছেন তিনি। আর এই পোস্ট ঘিরেই শুরু হয়েছে চর্চা।