/anm-bengali/media/media_files/XspBdwMcqN5gRWrq6pK4.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: আজ ২১ জুলাই, বাংলার জনদরদী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকের দিনে তৃণমূলের নেতা ও কর্মীদের একত্র করে ১৩ জন শহীদের উদ্দেশ্যে একত্রিত হন। আজই তিনি তৃণমূলের নেতা ও কর্মীদের বাংলার আসন্ন মহারণের কৌশল ঠিক করে দেবেন বলেই মনে করা হচ্ছে, কারণ ২০২৬ এর ভোটের আগে এটিই সম্ভবত তৃণমূলের শেষ ২১ জুলাই। সর্বোপরি এই দিনটি তৃণমূলের জন্য এক অত্যন্ত আবেগঘন দিন।
তবে আজকের দিনটিও নিয়ে বিরোধীদের কটাক্ষের সুর দেখা গিয়েছে। তৃণমূল বিরোধী নেতা অনুপম হাজরা এই দিন নিয়ে একটি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে ধর্মতলা চলোর ডাকের পোস্টারের নিচে কেউ বা কারা আলাদা একটি হাতে লেখা ব্যানার রেখেছে। যেখানে লেখা রয়েছে, "যাবো না! কী করবেন?" তার প্রেক্ষিতে অনুপম হাজরা বলেছেন, "পিসিকে ওপেন চ্যালেঞ্জ"। যার দ্বারা স্পষ্টতই বোঝা যাচ্ছে কটাক্ষ করছেন তিনি। আর এই পোস্ট ঘিরেই শুরু হয়েছে চর্চা।