নিজস্ব সংবাদদাতা: বিজেপি নেতা রাহুল সিনহা বড় বার্তা দিয়েছেন।
/anm-bengali/media/post_attachments/a2085575-668.png)
তিনি বলেছেন, "পুরো বাংলা থেকে বামপন্থীরা নিশ্চিহ্ন হয়ে গেছে। যারা বাদ পড়েছেন তাঁরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন। টিএমসি সবসময় হিংসা ছড়ায়। এ ঘটনায় জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আজ, সমস্ত টিএমসি নেতারা প্রতিবাদ করছেন, কিন্তু যখন বামপন্থী ছাত্ররা রাজ্যপালকে আক্রমণ করেছিল, তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং টিএমসি এটিকে সমর্থন করেছিল। ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) পশ্চিমবঙ্গ বিরোধী। আমরা জনগণকে টিএমসিকে নিশ্চিহ্ন করার আহ্বান জানাই, যেভাবে তারা পশ্চিমবঙ্গ থেকে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) নিশ্চিহ্ন করেছে।"
#WATCH | Kolkata, West Bengal: BJP leader Rahul Sinha says, "The leftists have been wiped out from the entire Bengal. Those who are left have taken refuge in Jadavpur University. TMC always spreads violence...Action should be taken against the students involved in this incident.… pic.twitter.com/8vpoLXpkDA
— ANI (@ANI) March 1, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us