/anm-bengali/media/media_files/2025/06/27/law-college-rape-2025-06-27-23-15-08.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: কসবা ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় এবার আরও কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। মামলার বিচার প্রক্রিয়ায় দৃঢ়তা আনতেই বিশেষ সরকারি আইনজীবী হিসাবে নিয়োগ করা হল বিভাস চট্টোপাধ্যায়কে।
বিভাস চট্টোপাধ্যায় নামটি নতুন নয়। এর আগেও জয়নগর ও ফরাক্কায় ধর্ষণ ও খুনের মামলায় রাজ্যের হয়ে সওয়াল করে দোষীদের ফাঁসির নির্দেশ আনাতে সক্ষম হয়েছেন তিনি। সেই সাফল্যের পর এবার কসবাকাণ্ডের মতো সংবেদনশীল মামলায় তাঁকেই ভরসা করছে রাজ্য সরকার।
এই মামলায় গত মঙ্গলবার আলিপুর জেলা আদালতে পেশ করা হয় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র সহ তিনজনকে। তাঁদের পক্ষে কোনও বেল পিটিশন দাখিল করা হয়নি। বরং, অভিযুক্তদের আইনজীবীরা ষড়যন্ত্রের তত্ত্ব তুলে ধরেন আদালতে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/1000061382.jpg)
তবে পাল্টা সওয়ালে সরকারি আইনজীবী স্পষ্ট করেন, "ডিজিটাল এভিডেন্স, মেডিক্যাল রিপোর্ট এবং পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ সবই মিলে যাচ্ছে। নির্যাতিতা অসুস্থ হয়ে পড়লে, ইনহেলার এনে তাঁকে সুস্থ করে ফের নির্যাতন চালানো হয়"। এই তথ্য তুলে ধরে আবারও পুলিশ হেফাজতের আবেদন জানানো হয় এবং তা মঞ্জুরও হয়।
যা মনে করা হচ্ছে, রাজ্য সরকার এই মামলাকে একেবারে 'জিরো টলারেন্স' স্তরে নিয়ে যাচ্ছে বলেই সূত্রের খবর।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us