১২ই সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে জীবন কৃষ্ণ সাহা ! বড় দাবি করলেন আইনজীবী

কি বললেন বিধায়কের আইনজীবী ?

author-image
Debjit Biswas
New Update
3

নিজস্ব সংবাদদাতা : শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে এবার বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিল আদালত। আগামী ১২ই সেপ্টেম্বর পর্যন্ত তাকে জেলেই থাকতে হবে। কিন্তু আদালতের এই রায়ের পর তৃণমূল বিধায়কের আইনজীবী জাকির হোসেন, তার মক্কেলের গ্রেফতারি নিয়ে বেশকিছু প্রশ্ন তুলেছেন।

Arrest

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জাকির হোসেন বলেন, "ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) বিচারবিভাগীয় হেফাজতের আবেদন করেছিল। তাই তাকে ১২ই সেপ্টেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। আমরা এখনও জানি না তাকে কেন গ্রেফতার করা হয়েছে। তাকে গ্রেফতার করার কোনও আইনি যুক্তিই নেই।"