Sourav Ganguly: স্বপ্নদীপের মৃত্যু, বড় মন্তব্য দাদা'র

স্বপ্নদীপের মৃত্যু নিয়ে বড় মন্তব্য করলেন সৌরভ গাঙ্গুলি।

author-image
Aniruddha Chakraborty
New Update
ম্ন,ম্নব

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর এক সপ্তাহ পর প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি শুক্রবার এই ঘটনাকে "লজ্জাজনক" বলে অভিহিত করেছেন এবং বিশ্ববিদ্যালয়গুলোতে কঠোর আইন প্রয়োগের আহ্বান জানিয়েছেন। সৌরভ গাঙ্গুলি বলেন, "এই প্রতিষ্ঠানগুলো যেখানে শিশুরা পড়াশোনা করতে আসে যা মূল ফোকাস হওয়া উচিত। এটা হাস্যকর এবং লজ্জাজনক। আইন খুব কঠোর হতে হবে।"

প্রসঙ্গত, গত ৯ আগস্ট রাতে বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের বারান্দা থেকে পড়ে মৃত্যু হয় স্বপ্নদীপ কুন্ডু নামে ছাত্রের। মৃত্যুর আগে তিনি র‍্যাগিংয়ের শিকার হয়েছিলেন বলে অভিযোগ। তবে শুক্রবার এই মামলায় আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে এই মামলায় মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে।