ল কলেজের পঠনপাঠন বন্ধ, অসন্তুষ্ট শিক্ষামন্ত্রী

'ক্যাম্পাসে তো পঠনপাঠন চলার কথা'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
aaaa

File Picture

নিজস্ব সংবাদদাতা: কসবা ল কলেজ গণধর্ষণকাণ্ডের রেশে এবার বড় সিদ্ধান্ত কলেজ পরিচালন কমিটির। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল সাউথ ক্যালকাটা ল কলেজ। তবে এই সিদ্ধান্তে অসন্তুষ্ট রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

মন্ত্রীর প্রশ্ন, "কলেজ কর্তৃপক্ষ কীভাবে এমন সিদ্ধান্ত নিল, জানি না। ক্যাম্পাসে তো পঠনপাঠন চলার কথা। আশা করি ছাত্রছাত্রীরা দ্রুত স্বাভাবিক ছন্দে ফিরবে। বিষয়টি খতিয়ে দেখা হবে"।

law college rape

কলেজের এক ছাত্রী জানান, “রবিবার রাতে হঠাৎ কলেজ বন্ধের নোটিস পাই। সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ জানানো হয়। এতে আমাদের পড়াশোনার প্রচণ্ড ক্ষতি হচ্ছে। পরীক্ষাও আটকে রয়েছে"।

স্বাভাবিক ভাবেই এতে বোঝা যাচ্ছে, কসবা কাণ্ডের প্রভাব পড়ুয়াদের শিক্ষাজীবনে গভীর ছাপ ফেলেছে। ছাত্রছাত্রীদের মধ্যে তৈরি হয়েছে ভবিষ্যৎ অনিশ্চয়তার আতঙ্ক। যা নিয়ে ভাবছেন খোদ শিক্ষামন্ত্রীও।