নিজস্ব সংবাদদাতা: রাজ্যে আরও ৫ লক্ষ মহিলা পেতে চলেছেন লক্ষ্মীর ভান্ডারের টাকা। ডিসেম্বর থেকে এই টাকা পাবেন সকলে। শুক্রবার বিধানসভায় এ কথা নিজেই ঘোষণা করে দিলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। পাথরপ্রতিমার তৃণমূল বিধায়ক সমীর জানার লক্ষ্মীর ভান্ডার সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি সবিস্তারে এই তথ্য দিলেন। এই বছর জুন মাস পর্যন্ত রাজ্যে কত জন মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পেয়েছেন ও এই সুবিধা দিতে গিয়ে রাজ্য সরকারের কত খরচ হয়েছে, সেই হিসেবেও জানিয়ে দিয়েছেন মন্ত্রী।
শুক্রবার শশী বিধানসভায় জানিয়ে দিলেন যে মুখ্যমন্ত্রীর নির্দেশে নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নাম তালিকাভুক্ত করা শুরু হয়ে গেছে। ৫ লক্ষ ৭ হাজার ২ জন মহিলার নাম নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে এই প্রকল্পে। ডিসেম্বর মাস থেকে তাঁরা টাকা পেয়ে যাবেন।\
মন্ত্রী জানান, '২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত রাজ্যে ২ কোটি ১৫ লক্ষ ৮৮ হাজার ৭৭৫ জন মহিলা লক্ষ্মীর ভান্ডারে টাকা পেয়েছেন। এই প্রকল্প চালাতে রাজ্য সরকার বরাদ্দ করেছে ১৩,৫২৩.৮৮ হাজার কোটি টাকা'।