পাবেন না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা!

আবেদন করতে চাইছেন লক্ষ্মীর ভাণ্ডারে? কীভাবে করবেন জানেন? আর কারা পাবেন না টাকা?

author-image
Anusmita Bhattacharya
New Update
mamatalakkhi

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: মহিলা উন্নয়ন, সুরক্ষা ও আর্থিক স্বনির্ভরতায় পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় এক প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার। ২০২১-এর ফেব্রুয়ারিতে চালু করা হয় এই প্রকল্প। ২৫-৬০ বছর বয়সী মহিলারা এই প্রকল্পে রাজ্য সরকারের তরফ থেকে আর্থিক সহায়তা পাওয়ার উপযুক্ত। পশ্চিমবঙ্গ রাজ্যে বসবাসকারী যে কোনও পরিবারের মহিলা সদস্য এই সুবিধা পেতে পারেন।

তপশিলি জাতি/ আদিবাসী জনজাতি পরিবারের মহিলাদের দেওয়া হয় মাসিক ১০০০ টাকা এবং সাধারণ ও তপশিলি জাতি/ আদিবাসী জনজাতি পরিবারের মহিলা ব্যতীত অন্যরা মাসিক ৫০০ টাকা আর্থিক সহায়তা পান এই প্রকল্পে। আপনার নিকটস্থ দুয়ারে সরকার ক্যাম্প থেকে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য নির্দিষ্ট ফর্ম একদম বিনামূল্যে পেয়ে যাবেন। যাচাইকরণ পদ্ধতি শেষ হলে তবেই আপনি অ্যাকাউন্টে প্রতি মাসে পাবেন লক্ষ্মীর ভান্ডারের টাকা।

স্বাস্থ্যসাথী কার্ডের স্বপ্রত্যয়িত জেরক্স কপি লাগবে, আধার কার্ডের স্বপ্রত্যয়িত জেরক্স কপি, তপশিলি জাতি/ আদিবাসী জনজাতি শংসাপত্রের স্বপ্রত্যয়িত ফটোকপি জমা দিতে হবে। কেবলমাত্র আবেদনকারীর নামে থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টেই পাবেন টাকা। ব্যাঙ্কের পাশবইয়ে থাকতে হবে অ্যাকাউন্ট নম্বর, ব্যাঙ্কের ঠিকানা, IFS কোড, MCR কোড সহ অন্য দরকারি তথ্য সম্বলিত পৃষ্ঠার স্বপ্রত্যয়িত জেরক্স কপি। জমা দেবেন আবেদনকারীর পাসপোর্ট সাইজ রঙিন ফটো ও আবেদনকারীর স্বাক্ষরিত ঘোষণাপত্র। তিনি কোনও কোনও সরকারি/কোনও সরকারি নিয়ন্ত্রণাধীন সংস্থা/ কোনও বিধিবদ্ধ সংস্থা/ পঞ্চায়েত/পৌরনিগম/পৌরসভার চাকরি/ কোনও স্থানীয় স্বশাসিত সংস্থা / সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি থেকে মাসিক উপার্জন করেন না এই মর্মে দিতে হবে সেই ঘোষণাপত্র। এইভাবে আবেদনপত্র না দিলে যোগ্য হলেও টাকা পাবেন না আপনি। 

hiring.jpg