New Update
/anm-bengali/media/media_files/oi0rEmZS4BTbawGHF8FM.jpg)
নিজস্ব সংবাদদাতা: লেডিস স্পেশাল ট্রেন চালিয়েছে রেল। অফিস টাইমে শিয়ালদহ এবং হাওড়া রুটে চালু করা হয় ট্রেনগুলি। নিত্যযাত্রী মহিলা যাত্রীদের কথা মাথায় রেখেই এই ট্রেন চালু হয়। আর এবার শহরের রাস্তায় নামানো হবে লেডিস স্পেশাল বাস। আগামীকাল থেকে শহরের রাস্তায় চলবে এই লেডিস স্পেশাল বাস।
সকাল সাড়ে ৯টা এবং ১০টায় হাওড়া থেকে বালিগঞ্জ পর্যন্ত পাবেন এই বাস। মহিলা কনডাক্টরও থাকবেন। প্রথমে হাওড়া থেকে দুটি বাস চলবে। পরে শিয়ালদহ থেকেও লেডিস স্পেশাল বাস চালু হতে পারে।
/anm-bengali/media/post_attachments/bded36de3b0e85b2d1072da7a4342b1b689f6b53c6f091a2458941d0ee7278a1.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us