নিয়োগ স্ক্যাম: কুন্তলকে CBI জেরা! প্রশ্ন এড়ানোর চেষ্টা! বড় স্টেপ

নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষকে নিয়ে এবার এলো বড় খবর। এবার সিবিআই জেরা করার পর কিছু বিষয় জানা গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করার পর চিঠি মামলায় জেলেই কুন্তলকে জেরা করা হয়।

author-image
Anusmita Bhattacharya
New Update
kuntal1

নিজস্ব সংবাদদাতা: কুন্তল ঘোষ ও নীলাদ্রি দাসকে জেলের ভেতরে গিয়ে আলাদাভাবে জেরা করেছে সিবিআই। নিয়োগ দুর্নীতি তদন্তে সম্প্রতি বেশ কিছু তথ্য সিবিআই আধিকারিকরা জানতে পেরেছেন। এ ছাড়াও কুন্তল ঘোষ জেল থেকে তাঁকে অত্যাচার করা হচ্ছে বলে যে চিঠি লিখেছেন, সেই সম্পর্কে আরও কিছু জানতে অভিযুক্তকে প্রশ্ন করেন সিবিআইয়ের গোয়েন্দারা। বুধবার ওই চিঠি সামনে রেখেই প্রেসিডেন্সি জেলে বসেই এই নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় কুন্তলকে।

সিবিআইয়ের দাবি, কুন্তল বেশ কিছু প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। জেরায় খুঁজে পাওয়া গেছে বেশ কিছু অসঙ্গতিও। শুক্রবার প্রাথমিক শিক্ষক নিয়োগের মামলায় অভিযুক্ত কুন্তল ঘোষকে আলিপুর আদালতে পেশ করতে চলেছে সিবিআই। ওই দিন এই বিষয়ে সিবিআই আদালতের কাছে কিছু তথ্য দিতে পারে পারে। কাল টানা দুই ঘণ্টার উপর কুন্তলকে জেরা করা হয়।