New Update
/anm-bengali/media/media_files/C5I5Tl2yy8jcrd6UpzfC.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: 'শুভেন্দু অধিকারীর ফোন চেক করা হোক যে তিনি ৩০ মে কতবার ইডি অফিসারদের ফোন করেছেন। কাকুকে কোনও টাকা দিইনি। ব্যক্তিগত সম্পর্ক থাকতেই পারে', বিস্ফোরক মন্তব্য করলেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষ। এছাড়াও কুন্তল দাবি করেন, '৫ ফেব্রুয়ারির আমার যে স্টেটমেন্ট নিয়ে কথা হচ্ছে, তা মিথ্যে। ইডি আদালতকে ফাঁসাচ্ছে। ইডির অফিসাররা বিজেপির দালাল নয়'।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us