নিজস্ব সংবাদদাতা : আদালতে অভিযোগ জানানোর পর এবার কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে অভিযোগ নিয়ে কলকাতা পুলিশের দ্বারস্থ হলেন হুগলির বহিষ্কৃত যুব তৃণমূল নেতা তথা নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষ। তার অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম তার মুখ দিয়ে বলানোর জন্য চাপ দিচ্ছে ইডি-সিবিআই। প্রেসিডেন্সি জেলের সুপারের মাধ্যমে হেস্টিংস থানায় অভিযোগ জানিয়েছেন কুন্তল।