বাংলায় বিচারের দাবির আড়ালে অরাজকতা, কুরাজনীতি! বিস্ফোরক কুণাল

আরজি করের ঘটনা নিয়ে আবারও নিজের এক্স হ্যান্ডেলে লিখে বিশেষ মন্তব্য করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

author-image
Probha Rani Das
New Update
kunal ghj.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ-হত্যার ঘটনা নিয়ে ফের নিজের এক্স হ্যান্ডেলে বিশেষ মন্তব্য করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

kunal ghoshw3.jpg

তিনি বলেছেন, “আবারও বলছিএ জানোয়ার/গুলোর ফাঁসি হোক। যারা আড়াল করেছেশাস্তি হোক। কিন্তু এসমস্যা গোটা দেশের বাংলার অতীতেরও।

নাগরিকদের আবেগকে ব্যবহার করে বিচারের দাবির আড়ালে যে অরাজকতা, কুরাজনীতি বাংলায় ছড়ানো হচ্ছে, সেটা সমর্থন করেন? বিচার আমরাও চাই, কিন্তু নজর ঘোরানো হচ্ছে না তো?”