New Update
/anm-bengali/media/media_files/Z1M1eSN5KAzVVjf0hEAc.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ-হত্যার ঘটনা নিয়ে ফের নিজের এক্স হ্যান্ডেলে বিশেষ মন্তব্য করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
/anm-bengali/media/media_files/L0ExEKkl96PJ4fpEZ1yN.jpg)
তিনি বলেছেন, “আবারও বলছিএ জানোয়ার/গুলোর ফাঁসি হোক। যারা আড়াল করেছেশাস্তি হোক। কিন্তু এসমস্যা গোটা দেশের বাংলার অতীতেরও।
নাগরিকদের আবেগকে ব্যবহার করে বিচারের দাবির আড়ালে যে অরাজকতা, কুরাজনীতি বাংলায় ছড়ানো হচ্ছে, সেটা সমর্থন করেন? বিচার আমরাও চাই, কিন্তু নজর ঘোরানো হচ্ছে না তো?”
আবারও বলছি,
— Kunal Ghosh (@KunalGhoshAgain) August 29, 2024
RGKor এ জানোয়ার/গুলোর ফাঁসি হোক। যারা আড়াল করেছে, শাস্তি হোক।
কিন্তু এসমস্যা গোটা দেশের, বাংলার অতীতেরও।
নাগরিকদের আবেগকে ব্যবহার করে বিচারের দাবির আড়ালে যে অরাজকতা, কুরাজনীতি বাংলায় ছড়ানো হচ্ছে, সেটা সমর্থন করেন?
বিচার আমরাও চাই, কিন্তু নজর ঘোরানো হচ্ছে না তো?
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us