New Update
/anm-bengali/media/media_files/pJTcXDq0S2TUM0zPEHPP.jpg)
নিজস্ব সংবাদদাতাঃমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মাননীয় রাজ্যপাল সিভি আনন্দ বোসের মানহানির মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশ নিয়ে টুইট করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
/anm-bengali/media/media_files/jsbyeTdV5gNGYkyAljj6.jpg)
তিনি বলেছেন, “রাজভবনের এক প্রভাবশালী বাসিন্দার বিরুদ্ধে নারীনির্যাতনের গুরুতর অভিযোগ রয়েছে। এই ঘটনা দিল্লির হোটেল তাজ প্যালেস থেকে রাজভবন পর্যন্ত ছড়ানো। তদন্ত হোক। এটা বলা কার আপত্তি থাকতে পারে? এটা বলেছি। আবার বলব।”
9pm:
— Kunal Ghosh (@KunalGhoshAgain) July 16, 2024
রাজভবনের এক প্রভাবশালী বাসিন্দার বিরুদ্ধে নারীনির্যাতনের গুরুতর অভিযোগ রয়েছে। এই ঘটনা দিল্লির হোটেল তাজ প্যালেস থেকে রাজভবন পর্যন্ত ছড়ানো। তদন্ত হোক। এটা বলা কার আপত্তি থাকতে পারে? এটা বলেছি। আবার বলব।
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us