New Update
/anm-bengali/media/media_files/AJbbJdcv6sPkaMFEdmBR.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃতৃণমূল নেতা কুণাল ঘোষ নিজের এক্স হ্যান্ডেলে টুইট করে জানিয়েছে, “BJP-র স্বাস্থ্যভবন যাওয়ার মিছিলটিকে দয়া করে বড় মিছিল বলবেন না।
/anm-bengali/media/media_files/Z1M1eSN5KAzVVjf0hEAc.jpg)
ওই তো মিছিলের হাল। শুধু ধস্তাধস্তি করে, দৌড়ঝাঁপ করে সস্তা রাজনীতির চেষ্টা, প্রচারের জন্য। নেতারা অনেকে আগে পুলিশের ভ্যানে উঠে গেলেন, বাকিদের ফেলে রেখে। ও যা মিছিল, আমাদের ওয়ার্ডে তৃণমূলের মিছিল বড় হয়।”
BJPর স্বাস্থ্যভবন যাওয়ার মিছিলটিকে দয়া করে বড় মিছিল বলবেন না।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) August 22, 2024
ওই তো মিছিলের হাল।
শুধু ধস্তাধস্তি করে, দৌড়ঝাঁপ করে সস্তা রাজনীতির চেষ্টা, প্রচারের জন্য। নেতারা অনেকে আগে পুলিশের ভ্যানে উঠে গেলেন, বাকিদের ফেলে রেখে।
ও যা মিছিল, আমাদের ওয়ার্ডে তৃণমূলের মিছিল বড় হয়। pic.twitter.com/Eh4HszGPOO
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us