‘ওই তো মিছিলের হাল’! BJP-র আজ স্বাস্থ্যভবন মিছিল নিয়ে কটাক্ষ কুণালের

তৃণমূল নেতা কুণাল ঘোষ নিজের এক্স হ্যান্ডেলে টুইট করে জানিয়েছে, “BJP-র স্বাস্থ্যভবন যাওয়ার মিছিলটিকে দয়া করে বড় মিছিল বলবেন না।

author-image
Probha Rani Das
New Update
kunal-ghosh

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃতৃণমূল নেতা কুণাল ঘোষ নিজের এক্স হ্যান্ডেলে টুইট করে জানিয়েছে, “BJP-র স্বাস্থ্যভবন যাওয়ার মিছিলটিকে দয়া করে বড় মিছিল বলবেন না। 

kunal ghj.jpg

ওই তো মিছিলের হাল। শুধু ধস্তাধস্তি করে, দৌড়ঝাঁপ করে সস্তা রাজনীতির চেষ্টা, প্রচারের জন্য। নেতারা অনেকে আগে পুলিশের ভ্যানে উঠে গেলেন, বাকিদের ফেলে রেখে। ও যা মিছিল, আমাদের ওয়ার্ডে তৃণমূলের মিছিল বড় হয়।”