এক,দো,তিনের তেজাবের কথা বলেছেন রহিম ! আব্দুর রহিম বক্সীকে রক্ষার চেষ্টা করছেন কুনাল ঘোষ

কি বললেন কুনাল ঘোষ ?

author-image
Debjit Biswas
New Update
Kunal

নিজস্ব সংবাদদাতা : বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের বিরুদ্ধে, তৃণমূল নেতা আব্দুর রহিম বক্সীর মন্তব্যকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। আর এবার এই বিষয়ে মুখ খুললেন তৃণমূল নেতা কুনাল ঘোষ। তিনি বলেন,''আমি জানি না তিনি ঠিক কী বলেছেন। 'তেজাব' ছবিতে 'এক দো তিন' বলে একটি ভালো গান ছিল, শঙ্কর ঘোষ যা বলছেন তা জঘন্য। আব্দুর রহিম বক্সী রেগে গিয়েছেন, কিন্তু তিনি শারীরিকভাবে তার উপর অ্যাসিড ব্যবহারের কথা বলছেন না। তিনি 'এক, দুই, তিন' গুণে বলছেন যে শঙ্কর ঘোষ কতবার ভুল করছেন।" 

shankar ghoshjk.jpg

যদিও কুণাল ঘোষের এই মন্তব্যে এই বিতর্ক আরও বেড়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে, 'তেজাব' ছবির গান এবং অ্যাসিড শব্দটির উল্লেখ করে কুণাল ঘোষ এই বিতর্ক থেকে আব্দুর রহিম বক্সীকে রক্ষা করার চেষ্টা করছেন। কিন্তু, বিরোধীরা এই মন্তব্যকে রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে দেখছে।