নিজস্ব সংবাদদাতা: আজ মোদী দ্বিতীয় দিনে বাংলায় তৃণমূলের বিরুদ্ধে গর্জন করেছেন। তবে বর্তমানে বাংলা ছেড়েছেন তিনি। এবার মোদী সরকারের বিরুদ্ধে তৃণমূলের হয়ে পথে নামলেন কুণাল ঘোষ। টিএমসি মিছিলে, দলের নেতা কুনাল ঘোষ বলেছেন, "আজ, আমরা টিএমসি কর্মীরা এই মিশনটি সংগঠিত করছি ১০ মার্চ ব্রিগেডে টিএমসির জনগোর্জন সভাকে সমর্থন করার জন্য, কেন্দ্রীয় সরকারের জনবিরোধী এবং বাংলা বিরোধী নীতির বিরুদ্ধে"।
k