Debapriya Sarkar
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/CGG19512gqOPf0lqq0Ml.jpg)
নিজস্ব প্রতিবেদন : সম্প্রতি অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় কে কটাক্ষ করেছেন কুনাল ঘোষ।
/anm-bengali/media/media_files/W6jAzonwBkrRdCs9fKg3.jpg)
এদিন সোশ্যাল মিডিয়ার কুনাল ঘোষ পরমব্রতকে নিশানা করে লেখেন, "প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের হলে দাঁড়িয়ে আমার/আমাদের সম্পর্কে আপনি বললেন, এক মহিলা আমাদের রাজনৈতিকভাবে বিরোধিতা করেছিলেন বলে আমরা কেন পাল্টা দিয়েছি? রাজনৈতিকভাবে??????? প্রকাশ্য ভিডিওতে মারের কথা বলা, মারের প্ররোচনা দেওয়া রাজনৈতিক আক্রমণ? আপনি ভিডিওটা দেখেছেন? নাকি যা বললে বিপ্লবী সাজা যাবে, সেরকম কিছু বলেছেন হাততালি পেতে??????? মারার হুমকি রাজনৈতিক বিরোধিতা?আপনি তথাকথিত তারকা হতে পারেন, কিন্তু সেই পরিচিতি ভাঙিয়ে মানুষকে ভুলপথে প্রভাবিত করার অধিকার আপনাকে কে দিল? ছিঃ।"
পরমব্রত চট্টোপাধ্যায়, আপনাকে বলছি। pic.twitter.com/LwUZ1cQiD6
— Kunal Ghosh (@KunalGhoshAgain) September 19, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us