কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ঘুসপেটিয়া’ মন্তব্যে তোপ কুণাল ঘোষের

“সীমান্ত নিরাপত্তা কেন্দ্রের বিষয়, তাই দায়ও কেন্দ্রের”— দাবি তৃণমূল নেতার।

author-image
Aniket
New Update
Screenshot 2025-12-11 11.09.18 PM

নিজস্ব সংবাদদাতা: কলকাতায় তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাম্প্রতিক ‘অনুপ্রবেশকারী’ মন্তব্যকে পাল্টা আক্রমণ করেছেন। তিনি বলেন, অমিত শাহ যখনই ‘ইনফিলট্রেটর’ শব্দটি ব্যবহার করেন, তখন তা আসলে তাঁর নিজের সরকারের বিরুদ্ধেই ‘একটি আত্মঘাতী গোল’ করার সমান।

কুণাল ঘোষের দাবি, অনুপ্রবেশ সংক্রান্ত বিষয় আন্তর্জাতিক সীমান্তের সঙ্গে যুক্ত এবং এর দায়িত্ব সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সংস্থাগুলোর উপরেই বর্তায়। তাঁর কথায়, “যদি পশ্চিমবঙ্গ বা ত্রিপুরায় অনুপ্রবেশকারী থাকে, তবে সেটি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ব্যর্থতা হিসেবেই ধরা উচিত।” এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।