DGP রাজীব কুমার vs কুণাল ঘোষ, 'ভগবান ক্ষমা করেন না'!

রাজীব কুমার হলেন রাজ্য পুলিশের নতুন ডিরেক্টর জেনারেল। ঘোষণার হতেই কুণাল ঘোষ বলেন ভগবান ক্ষমা করেন না। কেন বললেন এমনটা?

author-image
Anusmita Bhattacharya
New Update
rajeevkunal

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের নতুন ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কলকাতা পুলিশের প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। এক সময়ের কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারকে নিয়ে কম বিতর্ক হয়নি। সেই রাজীব কুমারকে এবার কটাক্ষ করলেন কুণাল ঘোষ। তাঁকে দক্ষ আইপিএস বলার পরেও কুণাল যোগ করেন, 'আমার মত নির্দোষকে কারুর নির্দেশে বলি দিতে যাবেন না। তাতে ভগবান ভালো করে না। আগামী দিনগুলো ভালো যায় না'।

WhatsApp Image 2023-12-27 at 7.48.40 PM