New Update
/anm-bengali/media/media_files/R4rbyXIWKq54EJFe6fbi.webp)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের নতুন ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কলকাতা পুলিশের প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। এক সময়ের কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারকে নিয়ে কম বিতর্ক হয়নি। সেই রাজীব কুমারকে এবার কটাক্ষ করলেন কুণাল ঘোষ। তাঁকে দক্ষ আইপিএস বলার পরেও কুণাল যোগ করেন, 'আমার মত নির্দোষকে কারুর নির্দেশে বলি দিতে যাবেন না। তাতে ভগবান ভালো করে না। আগামী দিনগুলো ভালো যায় না'।
প্রসঙ্গ: রাজীব কুমার ডিজি।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) December 27, 2023
উনি দক্ষ অফিসার। মাঝখানে ওঁর সঙ্গে তীব্র বিরোধ ছিল। কালীপুজোর দিন CM-এর বাড়িতে বহুদিন পর দেখা ও সৌজন্যবিনিময় হয়।
রাজীব, আপনাকে শুভেচ্ছা। তবে কখনও কারুর কথা শুনে আমার মত কোনো নির্দোষের জীবন নষ্ট করতে যাবেন না। এসব ভগবান ক্ষমা করেন না।
/anm-bengali/media/media_files/TNAwInmwia8vQyvALxJC.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us