সস্তা চটক, ভাঁওতাবাজি! অর্থমন্ত্রীর বাজেট পেশকে কটাক্ষ কুণালের

অর্থমন্ত্রীর আজ বাজেট পেশ করেছেন। এটিকে কটাক্ষ করলেন কুণাল ঘোষ।

author-image
Anusmita Bhattacharya
New Update
kunalnirmala

নিজস্ব সংবাদদাতা: আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অন্তর্বর্তী বাজেট পেশ করেছেন সংসদে। বাজেটে সুবিধা পাওয়া নিয়ে বহু মানুষের প্রত্যাশা ছিল বিশেষ করে মধ্যবিত্তদের। এবার বাজেট ঘোষণা হয়ে যাওয়ার পর তা নিয়ে কটাক্ষ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর দাবি, এটি অন্তঃসারশূন্য বাজেট। তিনি ভাঁওতাবাজি বলেছেন একে। X হ্যান্ডেলে লেখেন, 

'অন্তঃসারশূণ্য বাজেট। কথার জাগলারি, ভাষার সস্তা চটক। সাধারণ মানুষের স্বস্তি নেই, প্রাপ্তিও নেই। বাংলার প্রতি বঞ্চনা অব্যাহত। কথা না রাখা ভাঁওতাবাজির বাজেট। শুধু তিন মাসের ব্যয়বরাদ্দ অনুমোদনের কাজ করতে গিয়ে তার বাইরের অবাস্তব নাটকের চিত্রনাট্য অর্থমন্ত্রীর।'