R G Kar: 'আজ যারা নাটকের ইভেন্টে যাবেন...', মেয়েদের প্রতিবাদকে বিশেষ তকমা দিলেন TMC নেতা

তৃণমূল নেতা কুণাল ঘোষের বিস্ফোরক পোস্ট।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
kunal-ghosh

নিজস্ব সংবাদদাতা: রাতের রাস্তায় মেয়েদের প্রতিবাদকে কটাক্ষ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

kunal ghj.jpg

কুণাল ঘোষ লেখেন, 'এরপর থানায় বধূনির্যাতন, বধূহত্যা বা শাশুড়ি নির্যাতনের মামলা এলে পুলিশ সংশ্লিষ্ট শাশুড়ি, ননদ, বউমাকে পুলিশ ধরবে না তো? সবাই তো মহিলা।

r

এরপর তিনি প্রশ্ন করেন, 'আজ যারা নাটকের ইভেন্টে যাবেন, সেই বিশেষজ্ঞরা কী বলেন? RGKar. প্রতিবাদ আমাদেরও। দোষীদের শাস্তি আমরাও চাই। তবে রামবামের সুযোগসন্ধানী নাটকে নেই।'

kunal ghoshw2.jpg