Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/AJbbJdcv6sPkaMFEdmBR.jpg)
নিজস্ব সংবাদদাতা: রাতের রাস্তায় মেয়েদের প্রতিবাদকে কটাক্ষ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
/anm-bengali/media/media_files/Z1M1eSN5KAzVVjf0hEAc.jpg)
কুণাল ঘোষ লেখেন, 'এরপর থানায় বধূনির্যাতন, বধূহত্যা বা শাশুড়ি নির্যাতনের মামলা এলে পুলিশ সংশ্লিষ্ট শাশুড়ি, ননদ, বউমাকে পুলিশ ধরবে না তো? সবাই তো মহিলা।
/anm-bengali/media/media_files/TOtPvqvbEPgjvAjs7Oua.jpg)
এরপর তিনি প্রশ্ন করেন, 'আজ যারা নাটকের ইভেন্টে যাবেন, সেই বিশেষজ্ঞরা কী বলেন? RGKar. প্রতিবাদ আমাদেরও। দোষীদের শাস্তি আমরাও চাই। তবে রামবামের সুযোগসন্ধানী নাটকে নেই।'
/anm-bengali/media/media_files/jsbyeTdV5gNGYkyAljj6.jpg)
এরপর থানায় বধূনির্যাতন, বধূহত্যা বা শাশুড়ি নির্যাতনের মামলা এলে পুলিশ সংশ্লিষ্ট শাশুড়ি, ননদ, বউমাকে পুলিশ ধরবে না তো?
— Kunal Ghosh (@KunalGhoshAgain) August 14, 2024
সবাই তো মহিলা।
আজ যারা নাটকের ইভেন্টে যাবেন, সেই বিশেষজ্ঞরা কী বলেন?
RGKar. প্রতিবাদ আমাদেরও। দোষীদের শাস্তি আমরাও চাই। তবে রামবামের সুযোগসন্ধানী নাটকে নেই।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us