নিজস্ব সংবাদদাতা: কর্মবিরতি প্রত্যাহার করে আজ আমরণ অনশনের ডাক দিলেন জুনিয়র ডাক্তাররা।
টানা ৪২ দিন ধরে চলা কর্মবিরতির শেষে আংশিক কাজে ফিরেছিলেন জুনিয়র চিকিৎসকেরা। কিন্তু সম্প্রতি সাগর দত্ত হাসপাতালের ঘটনায় ফের পূর্ণ কর্মবিরতি শুরু করে দেন তারা। ১০ দফা দাবি তুলেছেন তারা সবাই এবার। আর এবার জানানো হল তাদের তরফে যে তাদের দেওয়া ডেডলাইন পেরিয়ে গেলে ডোরিনা ক্রসিং-এ লাগাতার আন্দোলন চলতে থাকবে এবার। দাবি ছিনিয়ে নিতে জীবন বাজি রেখে দিতে চলেছেন তারা, এমনটাই আজ করলেন ঘোষণা।
এর আগে এই নিয়ে কটাক্ষ করে তৃণমূল নেতা কুণাল ঘোষ লিখেছিলেন, "দুই CPM, নকশাল সিনিয়র এখন জুনিয়রদের বোঝাচ্ছেন আমরণ অনশন করতে। পুলিশ তুললে ছবিও হবে, কর্মসূচিও শেষ। সরকারকে আমার অনুরোধ, অনশন হলে নিরাপত্তায় পুলিশ থাকুক। কিন্তু অনশনে যেন সরকার হস্তক্ষেপ না করে। অনশন ওঁরা করলে করুন। কেউ অসুস্থ হলে জুনিয়র, সিনিয়ররা দেখবেন। তাঁরা বুঝবেন"। মাত্র কয়েক ঘন্টা আগে সেই পোস্ট করেন তিনি।
এবার তিনি লিখলেন, সকালেই লিখেছিলাম, কর্মবিরতি তুলে অনশনের ছক হচ্ছে, পুজোর মুখে প্ররোচনামূলক নাটক করতে। মিলল তো?
সকালেই লিখেছিলাম, কর্মবিরতি তুলে অনশনের ছক হচ্ছে, পুজোর মুখে প্ররোচনামূলক নাটক করতে। মিলল তো? https://t.co/m5mrclX5ze
— Kunal Ghosh (@KunalGhoshAgain) October 4, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us