New Update
/anm-bengali/media/media_files/Mk4PNqXoQUi6Vtx7KrEr.jpg)
নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীর ভাণ্ডার এই মুহূর্তে বাংলার বুকে বিশেষ জায়গা করে নিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এই বিশেষ প্রকল্প মেয়েদের আর্থিক সহায়তা দেয় প্রতি মাসে। তবে এই নিয়ে বিরোধীদের তরজা চলতেই থাকে।
/anm-bengali/media/media_files/Yf1V25oHrolKckbME7zX.jpg)
এবার তৃণমূল নেতা কুণাল ঘোষ এক বিজেপি নেত্রীকে করলেন কটাক্ষ। X হ্যান্ডেলে পোস্ট করলেন তিনি একটি ভিডিও যেখানে শোনা যায় নেত্রী বলছেন ৩৫ আসনে জয়ী হলে আগামী তিন মাসে বন্ধ হবে লক্ষ্মীর ভাণ্ডার। এতেই কুণাল ঘোষ পাল্টা লেখেন, 'তিন মাসে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করার হুমকি। কী বীরত্ব! মা, বোনেরা এদের চিনে রাখুন। বিজেপিকে একটি ভোটও নয়'।
/anm-bengali/media/media_files/QHzUIz6Ptr2lENHQrh99.jpg)
তিন মাসে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করার হুমকি। কী বীরত্ব!
— Kunal Ghosh (@KunalGhoshAgain) April 16, 2024
মা, বোনেরা এদের চিনে রাখুন। বিজেপিকে একটি ভোটও নয়। pic.twitter.com/lNjbpY7fnr
/anm-bengali/media/post_attachments/f1e343b980102a8c872fd7e9ddf4a2701403804bd5b4e399c5509199fcee8ef6.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us