/anm-bengali/media/media_files/2024/10/24/Rt0b9085oiFFGUnTTAV2.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: দ্য বেঙ্গল ফাইলসের পরিচালক বিবেক অগ্নিহোত্রী সিনেমার ট্রেলার লঞ্চে কলকাতায় এসে দারুণ সমস্যায় পড়েন। রাজনীতির প্রভাব ঠিক কতোটা সেটা অক্ষরে অক্ষরে বুঝতে পারেন তিনি। এবার সেই সম্পর্কে প্রতিক্রিয়া দিলেন টিএমসি নেতা কুণাল ঘোষ।
এদিন তিনি বলেন, "কোনও রাজনৈতিক চাপ নেই। বিবেকজি যদি মনে করেন যে বাংলার কেউ কিছুই জানে না তাহলে তিনি ভুল ভাবছেন। কে ছবির নামে কী উস্কানি দিচ্ছে, বাংলার মানুষ তা জানে। যদি থিয়েটার মালিকরা নিজেরাই কোনও সিদ্ধান্ত নেন যে তারা কোনও ছবির নামে কোনও উস্কানিমূলক জিনিস প্রচার করবেন না, তবে এটি তাদের সিদ্ধান্ত। এতে কোনও রাজনীতি নেই। গোধরার সময় বিবেকজির বিবেক কোথায় ছিল, কেন তিনি গুজরাট ফাইল তৈরি করেননি? যখন মণিপুর জ্বলছিল, কেন তিনি মণিপুর ফাইল তৈরি করেননি? তখন আপনার বিবেক কোথায় ছিল? বিবেকজি, যিনি এই নির্বাচনী বিবেক ব্যবহার করেন, সবাই এটা বুঝতে পেরেছেন"।
#WATCH | Kolkata: On the director of The Bengal Files, Vivek Agnihotri, TMC leader Kunal Ghosh says "There is no political pressure. If Vivek ji thinks that no one in Bengal knows anything, who is creating what provocation in the name of the film. If the theatre owners take any… pic.twitter.com/kkcbJzJrAK
— ANI (@ANI) September 3, 2025
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2024/11/04/1000095333.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us