শিরে সংক্রান্তি! ডাঃ দেবাশিস হালদার ও অনিকেত মাহাতোর নামে FIR! জানিয়ে দিলেন কুণাল ঘোষ

বিশেষ দাবি করলেন এই নেতা।

author-image
Anusmita Bhattacharya
New Update
kunal-ghosh

নিজস্ব সংবাদদাতা: আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে জুনিয়র ডাক্তারদের। তার আগে ফের কটাক্ষ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। 

এই তৃণমূল নেতা বলেন, "যদি মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠক পরিকল্পিতভাবে অন্যায্য জেদে ভেস্তে দিয়ে মঙ্গলবার স্বাস্থ্য ধর্মঘটের নামে বিশৃঙ্খলার চেষ্টা হয়, তাহলে বাংলার কোনো রোগীর কোনো ক্ষতি হলে নিকটবর্তী থানায় ডাঃ দেবাশিস হালদার ও ডাঃ অনিকেত মাহাতোর নামে যেন FIR হয়। তাঁরাই চক্রান্তের মাতব্বর। তার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও চিকিৎসকের নাম যোগ করবেন। চিকিৎসা আপনার মৌলিক অধিকার। প্ররোচনা দিয়ে তা থেকে বঞ্চিত কার আইনত অপরাধ। অনশনের কারণে যদি জুনিয়রদের কারুর কোনো ক্ষতি হয়, তাহলেও মূলত এরা দুজন, এদের প্ররোচনাদাতারা দায়ী থাকবে। মুখ্যমন্ত্রী বারবার অভিভাবকোচিত সংবেদনশীলতা দেখাচ্ছেন। তাতে সাড়া দিয়ে অনশন প্রত্যাহার করে আলোচনা হোক। বাম, অতি বাম, বিরোধীদের ফাঁদে পা দেবেন না।"

মুখ্যমন্ত্রী অনশন প্রত্যাহার করে বৈঠকে যেতে অনুরোধ করেছিলেন। কিন্তু অনশন তুলে আলোচনায় যাওয়ার প্রস্তাব খারিজ করেছে জুনিয়র ডাক্তাররা। বরং অনশন না তুলেই আজ নবান্নে যাবে তারা। 'বৈঠকের শর্ত'র পাল্টা দাবি করে জুনিয়র চিকিৎসকরা সাফ জানিয়ে দিয়েছে যে সমস্যার সমাধান না হলে মঙ্গলবার স্বাস্থ্য ধর্মঘটে যেতে বাধ্য হবে তারা।