'ডাক্তারদের কর্মবিরতি? অসংখ্য রোগীর হয়রানি, তদন্ত হোক'!

রোগীদের হয়রানি নিয়ে চরম কটাক্ষ এই তৃণমূল নেতার।

author-image
Anusmita Bhattacharya
New Update
kunalss.jpg

নিজস্ব সংবাদদাতা: আর জি করের ঘটনায় কর্মবিরতিতে ডাক্তাররা। এই নিয়ে চরম হয়রানি হচ্ছে রোগীদের। 

RG Kar Medical College and Hospital | Sangbad Pratidin

'RGKar. নিন্দনীয়। প্রতিবাদ হোক। কিন্তু, ডাক্তারদের কর্মবিরতি? অসংখ্য রোগীর হয়রানি। একাংশের ডাক্তার, যারা বেসরকারি হাসপাতালগুলিতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত, তারা চান সরকারি হাসপাতাল বন্ধ থাকুক। রোগীরা প্রাইভেট হাসপাতাল, নার্সিংহোমে যেতে বাধ্য হচ্ছেন। বিল, কমিশন। তদন্ত হোক'।

kunal-ghosh