'RGKar এ দোষীদের শাস্তি চাই, সিপিএমকে বলুন'! কুণাল ঘোষের পোস্ট এল রাতেই

আর জি কর নিয়ে দাবি।

author-image
Anusmita Bhattacharya
New Update
Kunal ghosh

নিজস্ব সংবাদদাতা: আর জি কর কাণ্ড নিয়ে বড় পোস্ট করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

কুণাল ঘোষ লেখেন, আমরা RGKar এ দোষীদের শাস্তি চাই। আমরাও পথে নেমেছি।
সিপিএমকে বলুন বানতলায় ডাঃ অনিতা দেওয়ান বা কোচবিহারে নার্স বর্ণালী দত্ত ধর্ষণ, খুনের পর ওদের একজনও বিচার চেয়ে রাস্তায় নেমেছিল, নিদেনপক্ষে একটা বিবৃতিও দিয়েছিল, বলুন পুরনো কাগজের কাটিং পোস্ট করতে।