New Update
/anm-bengali/media/media_files/vFmAbEuPJI2O07LhNXq7.jpg)
নিজস্ব সংবাদদাতা: আর জি কর কাণ্ড নিয়ে বড় পোস্ট করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
কুণাল ঘোষ লেখেন, আমরা RGKar এ দোষীদের শাস্তি চাই। আমরাও পথে নেমেছি।
সিপিএমকে বলুন বানতলায় ডাঃ অনিতা দেওয়ান বা কোচবিহারে নার্স বর্ণালী দত্ত ধর্ষণ, খুনের পর ওদের একজনও বিচার চেয়ে রাস্তায় নেমেছিল, নিদেনপক্ষে একটা বিবৃতিও দিয়েছিল, বলুন পুরনো কাগজের কাটিং পোস্ট করতে।
আমরা RGKar এ দোষীদের শাস্তি চাই। আমরাও পথে নেমেছি।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) September 21, 2024
সিপিএমকে বলুন বানতলায় ডাঃ অনিতা দেওয়ান বা কোচবিহারে নার্স বর্ণালী দত্ত ধর্ষণ, খুনের পর ওদের একজনও বিচার চেয়ে রাস্তায় নেমেছিল, নিদেনপক্ষে একটা বিবৃতিও দিয়েছিল, বলুন পুরনো কাগজের কাটিং পোস্ট করতে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us