মদন, ফিরহাদ, বিজেপির ওপর বাড়ছে চাপ! রাজনৈতিক পরিকল্পনায় এবার CBI

চেতলায় ফিরহাদ হাকিমের বাড়িতে চলছে সিবিআইয়ের তল্লাশি। প্রায় আড়াই ঘণ্টা পেরিয়ে গেছে তবু চলছে তল্লাশি। জানা গেছে যে এই মুহূর্তে বাড়িতে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।

author-image
SWETA MITRA
New Update
CBI FIRHADDD.jpg

 নিজস্ব সংবাদদাতাঃ আজ রবিবার সাত সকালে বাংলার দুই হেভিওয়েট নেতা অর্থাৎ ফিরহাদ হাকিম (Firhad Hakim) ও মদন মিত্রের (Madan Mitra) বাড়িতে হানা দিয়েছেন সিবিআই-এর আধিকারিকরা। আড়াই ঘণ্টা অতিবাহিত হয়ে গেলেও দুজনের বাড়ি থেকে এখনও অবধি বেরোয়নি সিবিআই। এদিকে এই নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি আজ এক টুইট বার্তায় লেখেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এর ধর্ণা হিট। বিজেপির উপর চাপ বাড়ছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে আসতে হয়েছে, তাতেও ফল শূন্য। রাজ্যপাল কোণঠাসা, পালিয়ে বেড়াচ্ছেন। তাই নজর ঘোরাতে রাজনৈতিক পরিকল্পনায় আবার নামানো হল এজেন্সিকে। বিজেপির আত্মরক্ষার অস্ত্র। এই করে তৃণমূলকে দমানো যাবে না।‘