/anm-bengali/media/media_files/YeACmpdceu5zSpPK8KYs.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আজ রবিবার সাত সকালে বাংলার দুই হেভিওয়েট নেতা অর্থাৎ ফিরহাদ হাকিম (Firhad Hakim) ও মদন মিত্রের (Madan Mitra) বাড়িতে হানা দিয়েছেন সিবিআই-এর আধিকারিকরা। আড়াই ঘণ্টা অতিবাহিত হয়ে গেলেও দুজনের বাড়ি থেকে এখনও অবধি বেরোয়নি সিবিআই। এদিকে এই নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি আজ এক টুইট বার্তায় লেখেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এর ধর্ণা হিট। বিজেপির উপর চাপ বাড়ছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে আসতে হয়েছে, তাতেও ফল শূন্য। রাজ্যপাল কোণঠাসা, পালিয়ে বেড়াচ্ছেন। তাই নজর ঘোরাতে রাজনৈতিক পরিকল্পনায় আবার নামানো হল এজেন্সিকে। বিজেপির আত্মরক্ষার অস্ত্র। এই করে তৃণমূলকে দমানো যাবে না।‘
.@abhishekaitc এর ধর্ণা হিট। বিজেপির উপর চাপ বাড়ছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে আসতে হয়েছে, তাতেও ফল শূন্য। রাজ্যপাল কোণঠাসা, পালিয়ে বেড়াচ্ছেন।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) October 8, 2023
তাই নজর ঘোরাতে রাজনৈতিক পরিকল্পনায় আবার নামানো হল এজেন্সিকে। বিজেপির আত্মরক্ষার অস্ত্র।
এই করে .@AITCofficial কে দমানো যাবে না।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us