/anm-bengali/media/media_files/2024/11/04/1000095332.jpg)
নিজস্ব সংবাদদাতা: রাজনীতি নয়, এবার বাংলা সিনেমা নিয়ে পোস্ট করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। হিন্দি সিনেমা দেখার পাশাপাশি বাংলা সিনেমার পাশে দাঁড়াতে হবে এই বার্তাই দিলেন তিনি।
কুণাল লেখেন, পুষ্পা 2, চলুক। কিন্তু সামনে চারটি নতুন বাংলা সিনেমা আসছে। খাদান, সন্তান, 5 নং স্বপ্নময় লেন, চালচিত্র। পাশাপাশি বহুরূপী এখনও দাপটে চলছে। বাংলা ছবির হল পেতে সমস্যার কথা শোনা যাচ্ছে কেন? হিন্দি বা অন্য ছবি চলবে। কিন্তু বাংলা ছবিকে যথাযথভাবে দর্শকের দরবারে হাজির হওয়ার সুযোগ তো দিতে হবে। দর্শক ভালোমন্দ বিচার করবেন তারপর। চারটি নতুন ছবি একসঙ্গে। বড় কম কথা নয়। হল সমস্যার সুষ্ঠু সমাধান হোক।
পুষ্পা 2, চলুক। কিন্তু সামনে চারটি নতুন বাংলা সিনেমা আসছে। খাদান, সন্তান, 5 নং স্বপ্নময় লেন, চালচিত্র। পাশাপাশি বহুরূপী এখনও দাপটে চলছে। বাংলা ছবির হল পেতে সমস্যার কথা শোনা যাচ্ছে কেন? হিন্দি বা অন্য ছবি চলবে। কিন্তু বাংলা ছবিকে যথাযথভাবে দর্শকের দরবারে হাজির হওয়ার সুযোগ তো… pic.twitter.com/Bii3f1wMQd
— Kunal Ghosh (@KunalGhoshAgain) December 18, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us